ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
করোনায় আক্রান্ত হয়ে রোববার পৌনে ১২টায় দিকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।
মো. আবু জাহে মেহেরপুর জেলা সদরের থানাপাড়া থানা রোড এলাকার বাসিন্দা ছিেলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। নিজ গ্রামে তার দাফন করা হবে।
ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন বাংলাদেশ জেলের এই গর্বিত সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
Developed by: Engineer BD Network