ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সাহান আরা আবদুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় মুলাদী পৌর মেয়রের উদ্যোগে দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী প্রতিনিধি ॥ দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিবাবক, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী, বরিশাল সিটি মেয়র সেরিনিয়াবাত সাদিক আবদুল্লাহর গর্বিত মাতা এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আবদুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করেছে মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল।
গত মঙ্গলবার দুপুর ২ টায় পৌর ভবনের ডাঃ আঃ রাজ্জাক ভুলু মিলনায়তনে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মুলাদী বন্দর বনিক সমিতির সভাপতি কামরুজ্জামান রবিন, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান, প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, ফিরোজ রাঢী, জাহাঙ্গীর আলম, নাসিমা বেগম, বাবলু চৌকিদার, যুবলীগ নেতা মিঠু হাওলাদার, কাজী কামাল হোসেন, রিয়াজ আমিন, মুলাদী পৌর সচিব শফিউল আলম, সুপ্তজিৎ সম্দারসহ পৌর কর্মকতা কর্মচারীগন। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ নুর, সাধারন সম্পাদক মুফতি রফিকুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।