ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে করোনা দুর্যোগে কর্মহীন মানুষের পাশে আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২০ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফুল হক তারেক ॥ বরিশালের মুলাদীতে করোনা দুর্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন আউয়াল-সামছুন্নাহার সোসাইটি। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যগ্ম সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের দিক নির্দেশনায় গত ১৫ মে শুক্রবার বেলা ১১টা উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম সামছুন্নাহার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ছয় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দেলোয়ার হোসেন রাড়ী, আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, কাজিরচর ইউনিয় আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি বাবুগঞ্জ উপজেলায় প্রায় দেড়হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে এবং পর্যায়ক্রমে মুলাদী উপজেলার সকল ইউনিয়নে ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মন্টু বিশ্বাস।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি মুলাদী-বাবুগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে এবং দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।