
প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ
সিএনজি স্টেশনে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ রায়হান মাহামুদ :গাজীপুরের টংগী সিএনজি স্টেশনে চাঁদাবাজ বন্ধে মানববন্ধন করেছে সিএনজি চালকরা । ১৯ মার্চ টংগী - নরসিংদী আঞ্চলিক মহাসড়কের ঘোড়াশাল এলাকায় মানববন্ধেন করেন টংগী - নরসিংদী সড়কে চলিত সিএনজি চালক শ্রমিকরা। সিএনজি চালক শাহজালাল অভিযোগ করেন , টংগী এলাকায় সেলিম স্টেশনে প্রতিটি সিএনজি ভর্তি ফি বাবদ ৫০০০ হাজার টাকা নিয়ে থাকেন এবং প্রতিদিন প্রত্যেক সিএনজি থেকে ১৫০ টাকা চাঁদা ও মাসিক ৬০০ টাকা চাঁদা উত্তোলন করেন। আরেক চালক মোঃ রুবেল বলেন আমরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে মারধর ও বিভিন্ন হয়রানিমূলক মামলা হামলার হুমকি দেন। আমরা নিরীহ সিএনজি চালক আমরা সারাদিন গাড়ি চালিয়ে যা পাই সব যদি তাদেরকেই চাঁদা দিতে হয় তাহলে আমরা সংসার চালাব কি দিয়ে এ চাঁদাবাজি বন্ধ এবং সেলিমসহ তার পেটুয়া বাহিনীর অত্যাচার থেকে মুক্তি চাই । এ ব্যপারে অভিযুক্ত সেলিম মিয়া কে একাধিক বার ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.