
প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ১:২৪ অপরাহ্ণ
কালীগঞ্জে তিন মাদক কারবারী আটক

মোঃ রায়হান মাহামুদ: গাজীপুরের কালীগঞ্জে হিরোইন, ইয়াবা ও গাজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের।
মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার পৌর এলাকার চান্দাইয়া গ্রামের পরিমল চন্দ্র ঘোষের পুত্র শৈবাল চন্দ্র ঘোষ (৩১), দড়িসোম গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র তরিকুল ইসলাম সোহাগ (২৭) ও কাপাইস গ্রামের রসিদ শেখের পুত্র আতিকুল শেখ (২২) দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই জনির নেতৃত্বে মিশন মোড়ের জমজম হোটেলের সামনে থেকে শৈবাল চন্দ্র ঘোষ, তরিকুল ইসলাম সোহাগ ও আতিকুল শেখকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হিরোইন ও ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার অফিষার ইনচার্জ মোঃ মাহাতাবউদ্দিন জানান, এ ঘটনায় ১৯ মার্চ ডিবি’র এসআই জনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং ২১(৩)২৪। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। আসামীদের ডিবি কার্যালয় হতে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.