ঢাকাসোমবার , ৮ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আনুশকার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২০ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন বার্তা ॥ অনলাইন প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়ার পর থেকেই ক্রমাগত দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়োলেও স্বস্তি নেই প্রযোজক আনুশকা শর্মার। গত মাসেই অশ্লীলতার দায়ে ওয়েব সিরিজের বিরুদ্ধে জমা পড়েছিল পিটিশন।

একই অভিযোগ তুলে নন্দকিশোর গুরজার বলেছিলেন, ‘পাতাল লোক’ সিরিজটি পাঞ্জাবের জাট, ব্রাহ্মণ ও ত্যাগিদের মধ্যে বৈষম্য তৈরি করার চেষ্টা করেছে। এমনকী এখানে প্রচুর অশালীন শব্দও ব্যবহার করা হয়েছে যা গোষ্ঠীদন্দ্ব বা হানাহানির সৃষ্টি করতে পারে।’

এবার একই অভিযোগের ভিত্তিতে ‘পাতাল লোক’-এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হলো।

‘পাতাল লোক’-এ হিন্দু সংগঠনকে নেতিবাচকভাবে দেখানোর দাবি তুলেছেন দেবদত্ত মাজি। যার জেরে কলকাতা উচ্চ আদালতে বিরাট-ঘরণি আনুশকার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।