আন্তর্জাতিক ডেস্ক ॥ করোনা ভাইরাসে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনা ভয়াবহ রূপ নেওয়ার সাথে সাথে পাকিস্তানেও মহামারি আকার ধারণ করেছে। গত মাসে লকডাউন শিথিলের পর থেকেই দেশটিতে ব্যাপক হারে বেড়ে গেছে ভাইরাসটির সংক্রমণ। বিশ্বের সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ সমূহের তালিকায় ১৫তে উঠে এসেছে তারা।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের তথ্যমতে দেশটিতে বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৬৭১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৩৫৫ জন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দিন ধরে দেশটিতে করোনায় পাঁচ হাজারে বেশি আক্রান্ত হয়েছে।
দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাব প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৩৮ হাজার ৯০৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপর সিন্ধে ৩৮ হাজার ১০৮, খাইবার পাখতুনে ১৩ হাজার ৪৮৭ ও বালুচিস্তানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫১৬ জন।