গণবার্তা রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন। তিনি অস্ত্র ও মাদক মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন।
সোমবার গভীর রাতে মো. সুমন নামের ৩৮ বছর বয়সী ওই হাজতির মৃত্যু হয়। তার বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, ওই হাজতি গতবছরের আগষ্ট থেকে বায়েজিদ বোস্তামি থানার অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন। গত ১২ জুলাই তিনি স্ট্রোক করেন। এরপর থেকে সুমন চমেকে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Developed by: Engineer BD Network