

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আনিছা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। (২ মার্চ) সকালে সদরের দক্ষিণ চওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছা বেগম ওই এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই বৃদ্ধা রেললাইনে হাঁটার সময় মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।