গণবার্তা রিপোর্ট: গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে জমিলা (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে কোটালীপাড়া উপজেলার পূর্ণবর্তী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু জমিলা ওই উপজেলার পূর্ণবর্তী গ্রামের আহাদ শেখের মেয়ে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, শিশু জমিলা বাড়ির সামনের খালপাড়ে খেলছিল। তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুজি করে। পরে খাল থেকে জমিলাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Developed by: Engineer BD Network