বরিশাল অফিস ॥ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে বরিশাল নগরীর পলাশপুর এলাকার খালেক আকন ও পটুয়াখালী জেলার কলাপাড়ার পারভেজ মারা যায়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, খালেক আকন ৪ জুন বেলা দেড়টার দিকে করোনা ওয়ার্ডের আইসিইউতে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
অন্যদিকে পারভেজ করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয় এবং রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। পারভেজের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।