মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে একটি কূলখানী অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি আজ শনিবার দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামে বিএনপি নেতা মোস্তফা কামাল সিকদারের পিতা-মাতার কূলখানী অনুষ্ঠানে যোগ দেন। এসময় অ্যাডভোকেট জয়নুল আবেদীন বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে তিনি বিএনপি নেতা মোস্তফা কামালের পিতা-মাতা-স্ত্রীর কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, অধ্যাপক মনিরুজ্জামান মনির, মশিউর রহমান মাসুদ, মোশাররফ হোসেন ঢালী, আলমগীর হোসেন সিকদার, পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, মহিলা দল নেত্রী শায়লা শারমিন মিম্মু, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক পৌর কাউন্সিলর মিজানুর রহমান, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, যুগ্ম আহ্বায়ক আল মামুন সিকদার, কাজিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূরু মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লালসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।