ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। কেবল গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে রেকর্ড ৪০ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ হাজার ৪২৫ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি।
এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৬৮১ জন। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৪৯৭ জনের।
এই সময়, চলতি মাসের ১৬ তারিখে ১০ লাখ পেরিয়ে যায় করোনা শনাক্ত। এর চার দিনের মাথায় ১১ লাখ ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা।
গত তিন দিন রোজ নতুন সংক্রমণ হচ্ছিল ৩৫ হাজার মতো। রবিবার তা বেড়ে হল প্রায় ৩৯ হাজার। সোমবার তা এক লাফে বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়।
এর মধ্যে মহারাষ্ট্র রাজ্যেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।
আক্রান্ত দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখেরও বেশি রোগী। করোনায় এখন সুস্থতার হার ৬২.৮৬ শতাংশ।
করোনায় সুস্থতার হার বৃদ্ধির পাশাপাশি কমছে করোনা আক্রান্তদের মৃত্যুর হার। করোনায় বর্তমানে মৃত্যুর হার ২.৪৯ শতাংশ। করোনায় ভারতের যা মৃত্যুর হার তা গোটা পৃথিবীর মধ্যে অন্যতম সর্বনিম্ন।
Developed by: Engineer BD Network