মুলাদী (বরিশাল) প্রতিনিধি॥ মুলাদীতে পানিতে ডুবে আমেনা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ গলইভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা ওই গ্রামের মৃত শামিম হাওলাদারের মেয়ে। তার মা পাশের বাড়িতে ঝিয়ের কাজ করে। স্থানীয়রা জানান আমেনার মা পার্শ্ববর্তী বাড়িতে কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজ শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে বাড়ির সামনে পুকুরে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।