ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ২৪ ঘন্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৮২৮

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২০ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ মহামারি করোনাভাইরাস জনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কভিড-১৯ এ মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৮২৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জনে।

শুক্রবার ৫ জুন মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১২ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৬৪৫টি। এ সময়ে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮ জনের নমুনা। এতে ২ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়।

নিহতদের মধ্যে ২৩ জন পুরুষ ও সাতজন নারী। ১১ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের ১২ জন, সিলেটের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, বরিশালের একজন ও রংপুর বিভাগের একজন মারা গেছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্েয ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্েয সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৬৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৬ হাজার ৯৪৬ জন। শনাক্তের হার ২০ দশমিক শুন্য ৭ শতাংশ, সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।