ঢাকারবিবার , ১২ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনা মোকাবেলায় শিল্প মন্ত্রণালয়ের সচিবের সাথে বরিশাল জেলা প্রসাশনের মতবিনিময়

দৈনিক গণবার্তা
জুলাই ১২, ২০২০ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ করোনা মোকাবেলায় শিল্প মন্ত্রণালয়ের সচিবের সাথে বরিশাল জেলা প্রসাশনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১২ জুলাই (শনিবার) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম এর সাথে সংশ্লিষ্ট সকলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় এর সচিব কে এম আলী আজম। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, শেখ হাসিনার সেনানিবাস লেঃ অধিনায়ক ৬২ ইস্ট বেংগল কর্নেল ফয়সল আবেদী হাসান পিএসসি, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, শের-ই-বাংলা মেডিকেলে কলেজের অধ্যক্ষ ডাঃ এস. এম. সারওয়ার, বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিএমপি‘র উপ পুলিশ কমিশনার মোঃ খায়রুল আলম, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, যুগ্ম পরিচালক এনএসআই অসিত বরন সরকার, বরিশাল সিটি কর্পোরেশনের সচিব মোঃ ইবাদত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বরিশাল জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট বর্তমান সার্বিক পরিস্থিতিত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় বরিশাল জেলায় আরো একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এবং ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে এখনি কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্ট বিভাগের শূন্য পদের অনুকূলে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়।
শেবাচিমে করোনা চিকিৎসার জন্য প্রস্তুতকৃত ১৫০ শয্যাকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ হাই ক্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন সিলিন্ডার, আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা বৃদ্ধি করণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসার জন্য সরঞ্জাম/লজিস্টিকস সুবিধা বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।