ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দৈনিক গণবার্তা
জুলাই ১১, ২০২০ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর থেকে : মাদারীপুরের রাজৈরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। ১০ জুলাই সকাল ৯টার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে মাদারীপুর জেলার রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে অভিযান চালিয়ে সোবহান মৃধা (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেন। সোবহান মৃধা রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মৃত জোনাব আলী মৃধার ছেলে। আটকের সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ১টি সিমকার্ড জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় সোবাহান মৃধা পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত ইয়াবাসহ মালামাল রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।