আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার ২২৯ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয়

মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমার ২২৯ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয়
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ১১৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশের জন্য অপেক্ষায় আছে আরও ১১৪ জন। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির ২২৯ জন সদস্য। (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উখিয়ার থাইংখালি ও টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে ডুকলে বিজিবির সদস্যরা তাদের নিরাপদে আশ্রয় দেয়। এ বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

তিনি বলেন,সীমান্তে প্রচুর গোলাগুলি চলছে। এ ঘটনায় থাইংখালি সীমান্ত দিয়ে মিয়ানমারে ১১২ জন বিজিপির সদস্য বাংলাদেশে ডুকে পড়ে। পরে তাদের কে বিজিবির হেফাজতে নেওয়া হয়। অপরদিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে ঢুকে আরও ২ জন।সব মিলিয়ে ১১৪ জন বিজিবির হেফাজতে আছে।

বর্তমানে পরিস্থিতি খুব খারাপ অবস্থা ওপারে চলছে। এপারে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।অপরদিকে সকাল ৯টার দিকে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল আঘাত হেনেছে ঘুমধুম বেতবুনিয়া বাজার সংলগ্ন ছৈয়দ নুর শিকদারের বসতঘরে! ভেঙে গেছে জানালার কাচের আয়না, ফাটল ধরেছে বাড়ির দেওয়ালে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com