ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া থেকে ফিরলেন ১৪০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২০ ৭:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরছেন। এবার করোনার কারণে মালয়েশিয়ায় আটকেপড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ১৪০ বাংলাদেশি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, তাদের মধ্যে অনেকেই পড়াশোনা ও ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন। ফ্লাইটে প্রবাসী শ্রমিকও ছিলেন। এ ছাড়াও তারা সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারো করোনা সংক্রমণ নেই। একই সঙ্গে বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।