ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের শিবচরে গৃহবধূকে গণধর্ষনের অভিযোগ ॥ তিন যুবক গ্রেফতার

দৈনিক গণবার্তা
জুলাই ৯, ২০২০ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর থেকে : মাদারীপুরের শিবচরে নির্জন চরাঞ্চলে এক গৃহবধুকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার রাতে শিবচর থানায় মামলা করা হয়েছে। মামলার সূত্রে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে স্পীড বোটে দ্রুত পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে যায়। মাঝ পদ্মায় গিয়ে একটি ট্রলারে তুলে নারীকে নিয়ে যাওয়া হয় চরের মধ্যে। সেখানেই দুর্বৃত্তরা পালাক্রমে ধর্ষণ করে। গত মঙ্গলবার রাতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী চরে ঘটনা ঘটলেও বুধবার বিকালে জানা জানি হয়। স্থানীয়রা জানান, চরের মধ্যে ওই গৃহবধূকে নিয়ে দলবেধে ধর্ষণ করে। মেয়েিেট চিৎকারে চরের পাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। পুলিশ জানতে পেরে বুধবার রাতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ধর্ষিতা মেয়েটির বাড়ি যশোর জেলায়। ২ সপ্তাহ আগে চাঁদপুর এলাকার এক যুবকের সাথে মেয়েটির সাথে বিয়ে হয়। গৃহবধুর স্বামী কেরানীগঞ্জ এলাকায় একটি প্রজেক্ট এ শ্রমিকের চাকুরি করে।
শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ধর্ষণের ঘটনায় তিন যুবক মাসুদ মোল্লা (২৫) মাহবুল মৃধা (৩০) নুর মোহাম্মদ হাওলাদারকে (২৪) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুদ শিবচরের কাঠালবাড়ী এলাকার ফকির কান্দি গ্রামের তনু মোল্লার ছেলে। মাহাবুল মৃধা একই এলাকার রশিদ মৃধার ছেলে এবং আটক নুর মোহাম্মদ হাওলাদার একই এলাকার সামাদ হাওলাদারের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।