আব্দুল্লাহ আল লোমান, জামালপুর থেকে : জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। মঙ্গলবার জামালপুরের ইসলামপুর পোদ্দার পাড়ায় অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন নারীরা যাতে নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেজন্য আমাদের এই প্রচেষ্টা। তাদের কর্মসংস্থানের জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। ফলে নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষদের পাশাপাশি নারীরাও দেশ ও সমাজের উন্নয়নের জন্য সমানভাবে অবদান রাখতে পারছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।