ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে জমি বিরোধের জেরধরে সংঘর্ষ ॥ আহত ৬

দৈনিক গণবার্তা
জুলাই ৮, ২০২০ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে জমি বিরোধের জেরধরে সংঘর্ষে কমপক্ষে ৬জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকার মৃত কদম আলী বেপারীর পুত্র শাহজাহান বেপারীর রেকর্ডীয় জমিতে এ সংঘর্ষ ঘটে। এঘটনায় মুলাদী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে শাহজাহান বেপারী কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকার একটি জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিছুদিন আগে চরকমিশনার গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে ফোরকান ফকির ও তার লোকজন ওই জমি দখলের পায়তারা চালায়। বুধবার সকালে শাহজাহান বেপারী লোকজন নিয়ে বিরোধীয় জমিতে বালু ভরাটের জন্য কাচা তৈরি করে শুরু করলে ফোরকান ফকির, নজরুল সরদার, আহসান সরদার, হেমায়েত সরদার, আনোয়ার সরদারসহ ২০/২৫জন লোক দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে কাচা তৈরিতে বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহজাহান বেপারী পক্ষের শাহজাহান বেপারী, নিলুফা বেগম, মাইদুল বেপারীসহ ৫জন এবং ফোরকান ফকির গ্রুপের ফেরদৌসী বেগম আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় শাহজাহান বেপারী বাদী হয়ে ২২জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে ফেরদৌসী বেগম বাদী হয়ে শাহজাহান বেপারী গ্রুপের লোকজনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। এব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।