ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে এমপি গোলাম কিবরিয়া টিপুর ঈদবস্ত্র প্রদান

দৈনিক গণবার্তা
জুলাই ৮, ২০২০ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৫ হাজার শাড়ি-লুঙ্গি প্রদান করেছেন শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মুলাদী-বাবুগঞ্জ এমপি আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। বুধবার সকাল ১০টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এমপি গোলাম কিবরিয়া টিপু পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে ঈদ বস্ত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, উপজেলা সৈনিক পার্টির সভাপতি আঃ রশিদ হাওলাদার, পৌর জাপার যুগ্ম আহবায়ক জাকির খান, উপজেলা যুব সংহতির সভাপতি আলাউদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক মো. হালিম হাওলাদার, পৌর যুব সংহতির সভাপতি আলী আজম স্বপন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আসাদুজ্জামান বাবুসহ ইউনিয়ন জাপার নেতাকর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।