ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়ী মোশারফ গ্রেফতার

দৈনিক গণবার্তা
জুলাই ৭, ২০২০ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাকিব খান, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় পশ্চিম বাগধা গ্রাম থেকে সোমবার রাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোশারফ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বরিশাল জেলহাজতে প্রেরন করা হয়েছে। এসআই জামাল হোসেন জানান, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মৃত কহেল উদ্দিন সরদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. মোশারফ সরদারকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন আগৈলঝাড়া থানা এসআই জামাল হোসেন ও এসআই শাহজাহান। এসময় গ্রেফতারকৃতর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, এব্যপারে মঙ্গলবার গ্রেফতারকৃতর বিরুদ্ধে এসআই জামাল হোসেন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ০১ (০৭-০৭-২০২০)। মোশারফ সরদারকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।