গণবার্তা ডেস্ক ॥ ভারতে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালও টানা দ্বিতীয় দিনের মতো সেখানে ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় উচ্চ ঝুঁকি থাকায় দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা ‘তাজমহল’ পুনরায় খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকেই কেন্দ্রীয় সরকারের সুরক্ষায় থাকা দেশটির অন্য সব স্থাপনা খুলে দেওয়া হয়েছে। আগ্রার সিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, করোনার বিস্তার ঠেকাতে বিধিনিষেধ বলবৎ থাকা দুটি নিয়ন্ত্রণ জোনের ভিতরে অর্থাৎ বাফার জোনে পড়ায় তাজমহল আপাতত বন্ধই থাকবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।