

গণবার্তা রিপোর্ট: বাংলা কিউআর সম্প্রসারণের জন্য আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় পূবালী ব্যাংক একটি ব্যাংকিং বুথ চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফত উল্লাহ খান ও পূবালী ব্যাংকের ডিএমডি মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।