ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

প্রজ্ঞাপন: প্রশাসনে রদবদল

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২০ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ সিভিল সার্ভিসের কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদকে (উপসচিব) অতিরিক্ত জেলা প্রমাসক থেকে খুলনা বিভাগের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আঞ্চলিক পরিচালক হিসাবে বদলি করা হয়েছে। তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (০২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কাজী মাহবুবুর রশিদ (উপসচিব) এর আগে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন। তাকে উন্নত প্রযুক্তিতে পাট ও পাট বীজ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প হিসাবে বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু সেটি বাতিল করে তাকে খুলনা বিভাগের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আঞ্চলিক পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেনকে (উপসচিব) বাংলাদেশ সরকারি মুদ্রালয়ের উপ-পরিচালক করা হয়েছে। একইদিন প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব নাজমা সিদ্দিকা বেগমকে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট (জিএনএসপিইউ) এর জেন্ডার এনজিও অ্যান্ড স্টেক হোল্ডার পার্টিসিপেশন এর সিনিয়র সহকারী প্রধান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।