মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥ হিজলায় বিষপানে আব্দুল কুদ্দুস বেপারী (৪০) নামের এক যুবক আত্নহত্য করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হিজলা উপজেলার কাইছমা ইউনিয়নের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুল কুদ্দুস বেপারী মোল্লারহাট এলাকার ইসমাইল বেপারীর পুত্র। সে দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্বজনরা জানান কুদ্দুস বেপারী মঙ্গলবার সকালে মোল্লারহাট বাজারে যায় এবং বাড়ি ফিরে কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়ে। হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বিষ নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় তাকে মুলাদী হাসপাতালে প্রেরণ করেন। বেলা ২টার দিকে তাকে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে মুলাদী থানার এসআই নাজিম উদ্দীন জানান পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।