মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥
মুলাদীতে একদিনে দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা তথ্য অনুযায়ী পৌর সদরের হাসপাতাল এলাকার বাসিন্দা মাউলতলা মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক মো. আল মামুন তালুকদার (৪৮) এবং উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের স্বাস্থ্য সহকারী রোখসোনা আক্তারের মেয়ে মেঘলা (১৭) করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। গত ২৪ মে স্বাস্থ্য সহকারী রোখসোনা আক্তারের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছিলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।