আবদুল করিম, পীরগঞ্জ প্রতিনিধি ॥ দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমনে থাকা অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তায় বিতরণে অবদান রেখেছেন পীরগঞ্জ পৌরসভার দুইবারের সাবেক কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী ও থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন। তিনি দীর্ঘ দেড় মাস ধরে পীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডসহ উপজেলার ৪টি ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মাঝে করোনা ভাইরাসের কারণে প্রায় দুই হাজার প্যাকেট বিতরণ করেছেন এবং তিন হাজার তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া, মোঃ জয়নাল আবেদীন তার যাকাত ফান্ড থেকেও প্রায় দুই লক্ষ টাকা গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য তিনি এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।