ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ার সন্তান দিঘলিয়া সরকারি কর্মকর্তার করোনাভাইরাসে মৃত্যু

দৈনিক গণবার্তা
জুলাই ৬, ২০২০ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সাকিব খান, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি কে.এম রেজাউল ফিরোজ রিন্টুর বড় মামা ও খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জুলাই সোমবার সকাল ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মারা গেছেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মৃত্যু মৈজউদ্দিন খানের ছেলে। তার মৃত্যুর করোনাভাইরাসে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও ফ্লু কর্নারের মুখপাত্র ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ।
অ্যাডভোকেট কে.এম রেজাউল ফিরোজ রিন্টুর জানান, আমার বড় মামা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মৃত্যু মৈজউদ্দিন খানের ছেলে ও খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান সোমবার সকাল ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়ন।
মৃত্যু গোলাম সারোয়ার খানের ছেলে কেএম সাদিক হাসান সানি জানান, গত ৪ জুলাই তার বাবা গোলাম সারোয়ার খানের করোনার রিপোর্টে পজিটিভ আসে। সোমবার সকাল ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মারা যায়।
সোমবার জোহরবাদ মরহুমের জানাজার নামাজ শেষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পান্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।