ঢাকারবিবার , ৫ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হলেন ড. আসাদুজ্জামান

দৈনিক গণবার্তা
জুলাই ৫, ২০২০ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ আগামী ৪ বছরের জন্য তাকে এই নিয়োগ দেন।
২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ এর ধারা ১২ (১) অনুসারে ড. মো. আসাদুজ্জামানকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ করা হলো। ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২৪ এপ্রিল হতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য ছিলো।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃতি সন্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।