ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মী ও সংগঠনকে সাড়ে ২৮ লাখ টাকার অনুদান

দৈনিক গণবার্তা
জুলাই ৩, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ করোনা ভাইরাসের প্রর্দুভাবে ক্ষতিগ্রস্থ সাংস্কৃতিক কর্মী ও সংগঠন এবং অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণভাতার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। একই সঙ্গে করোনার প্রভাবে কর্মহীন ৫০০ দোকান কর্মচারীকে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টায় পৃথক পৃথক অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ এবং ত্রাণ সরবরাহ করা হয়।

মঙ্গলবার বেলা সোয়া ১২টায় জেলা প্রশাসকের হলরুমে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১২১জন কর্মহীন শিল্পীকে প্রায় ১৯ লাখ টাকা দেওয়া হয়। একই সময় ২৩টি সাংস্কৃতিক সংগঠনকে ৭ লাখ টাকা এবং ৫০ জন অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মীর মাঝে আড়াই লাখ টাকাসহ মোট ২৮ লাখ ৪৯ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এর আগে দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে করোনার প্রভাবে কর্মহীন নগরীর গীর্জা মহল্লার বিভিন্ন দোকানের ৫০০ কর্মচারীকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল ও ২ কেজি করে আলু দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এ সময় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলালসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।