গণবার্তা রিপোর্ট ॥ নেতৃত্ব গঠনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে তরুন প্রজন্মকে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব ফ্রন্ট লিও ক্লাব এ যোগদান করার আহবান জানিয়েছেন আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ১ বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ ।
তিনি ১ জুলাই জেলা অফিসে জেলার লিও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ আহবান জানান। শুরুতে লিও নেতৃবৃন্দ জেলা গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহন করায় এর জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ এবং নতুন লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন কমর উদ্দিন আহমেদ এমজেএফ কে ফুলেল শুভেচছা জানান। এ সময় সদ্য বিদায়ী জেলা গভর্নর লায়ন ড.শহিদুল ইসলাম এমজেএফ, জেলা গভর্নরস অনারারী কমিটির চেয়ারম্যান লায়ন কল্পনা রাজিউদ্দিন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল এমজেএফ,কেবিনেট সেক্রেটারী লায়ন তারিকুল ইসলাম, জেলা গ্লোবাল সার্ভিস টিম কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার লায়ন আকরামুজ্জমান, জেলা গ্লোবাল মের্ম্বারশীপ টিম কো-অর্ডিনেটর লায়ন মতিন খান, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন কমর উদ্দিন আহমেদ এমজেএফ, সাবেক মাল্টিপল জেলা লিও প্রেসিডেস্ট লায়ন কাজী জিয়াউদ্দিন বাসেত, লিও জেলা প্রেসিডেস্ট লিও জয়ন আরিফ, সদ্য বিদায়ী লিও জেলা প্রেসিডেস্ট লিও সুজন মিয়া, লিও হাসানুল ইসলাম হিমেল, লিও ফরহাদ হোসাইন তালুকদার, লিও জনি আকন্দ, লিও পাভেল, লিও ইলিয়াস খান উপস্থিত ছিলেন।