গণবার্তা রিপোর্ট ॥ লায়ন কমর উদ্দিন আহমেদ এমজেএফকে আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ১ বাংলাদেশ এর লিও ক্লাবস চেয়ারপার্সন পদে নিয়োগ দেয়া হয়েছে। ১ জুলাই জেলা অফিসে জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেফ লায়ন কমর উদ্দিন আহমেদ এমজেএফ কে ২০২০-২০২১ সেবা বর্ষের জন্য লিও ক্লাবস চেয়ারপার্সন পদে ঘোষনা প্রদান করেন।
লায়ন কমর উদ্দিন আহমেদ ২০১৩ সালে ঢাকা দিলকুশা গ্রীন লায়ন্স ক্লাব এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী হিসেবে লায়নিজমে যোগদান করেন। বর্তমানে ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব এর সদ্য বিদায়ী সভাপতি। তিনি ক্লাবটির চার্টার প্রেসিডেস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইতোপূর্বে জেলা কেবিনেটের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আর্ন্তজাতিক ও জেলার একাধিক এওয়ার্ড অর্জন করেন। এদিকে ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব নেতৃবৃন্দ ক্লাব এর চার্টার প্রেসিডেস্ট লায়ন কমর উদ্দিন আহমেদ এমজেএফ কে লিও ক্লাবস চেয়ারপার্সন পদে মনোনীত করায় জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেফ কে ধন্যবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ লিও ক্লাবস চেয়ারপার্সন হলেন লায়ন কমর উদ্দিন আহমেদ কে ও অভিন্দনন জানিয়েছেন।