ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রীসহ দুইজন নিখোঁজ॥ পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক গণবার্তা
জুলাই ২, ২০২০ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর থেকে : মাদারীপুরে নদীতে গোসল করতে গিয়ে পৃথক ঘটনায় দুইজন নিঁখোজ রয়েছে। এই ঘটনায় নিঁেখাজের পরিবারে উৎকষ্ঠ বিরাজ করছে। এছাড়া পানিতে ডুবে লাবিব নামের দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব কাকৈর গ্রামের খরিব মাদবরের স্ত্রী লাইলি বেগম (৫০) বুধবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে আড়িয়ালখাঁ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বর্তমানে তিনি নিঁেখাজ রয়েছেন। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে যোগ দিতে পারছেন না। নিখোঁজ মহিলার স্বামী খবির মাদবর বলেন, আমার স্ত্রী নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিখোজ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা কিছু করতে পারেনি। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শ্যামল বিশ^াস বলেন, স্থানীয়দের সহযোগিতায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে মাদারীপুরের কালকিনিতে আড়িয়ালখাঁ নদীতে গোসলে নেমে বৃষ্টি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার ৩০ জুন দুুপুরে ওই স্কুলছাত্রী তার সহপাঠিদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালিয়েও উদ্ধারে ব্যর্থ হয়েছে। নিখোঁজ বৃষ্টি আক্তার উপজেলার সিডিখানের মোক্তারহাট এলাকার জহিরুল ইসলামের মেয়ে ও ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, স্কুলছাত্রী বৃষ্টি আক্তার ঢাকাতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। কিন্তু সে কিছু আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। তিনি শখের বসে বাড়ির পাশের আঁড়িয়াল খা নদীতে গোসল করতে গিয়ে সাতাঁর না জানায় ডুবে গিয়ে নিখোঁজ হয়।
এছাড়াও মাদারীপুর সদর উপজেলার পশ্চিম শ্রীনাথদি গ্রামের আলি ঘরামির দের বছরের শিশু পুত্র লাবিব পানিতে ডুবে মারা গেছে। লাবিব সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।