গণবার্তা রিপোর্ট : নতুন বাজেট সম্পর্কিত তিনটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একাদশ জাতীয় সংসদের চলতি অষ্টম অধিবেশনে পাস হওয়া নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২০, অর্থবিল-২০২০ এবং নির্দিষ্টকরণ বিল-২০২০এ রাষ্ট্রপতি সম্মতি প্রদান করেন। ৩০ জুন মঙ্গলবার তিনি বিলগুলোতে সম্মতি দেন।
নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল গত ১৫ জুন, অর্থবিল ২৯ জুন এবং মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল-২০২০ জাতীয় সংসদে পাস হয়।
এই তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদানের মধ্য দিয়ে ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় বাজেট আইনগত ভিত্তি পেলো। বুধবার ১ জুলাই থেকে নতুন অর্থবছরের এই বাজেট কার্যকর হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।