গণবার্তা রিপোর্ট : নতুন বাজেট সম্পর্কিত তিনটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একাদশ জাতীয় সংসদের চলতি অষ্টম অধিবেশনে পাস হওয়া নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২০, অর্থবিল-২০২০ এবং নির্দিষ্টকরণ বিল-২০২০এ রাষ্ট্রপতি সম্মতি প্রদান করেন। ৩০ জুন মঙ্গলবার তিনি বিলগুলোতে সম্মতি দেন।
নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল গত ১৫ জুন, অর্থবিল ২৯ জুন এবং মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল-২০২০ জাতীয় সংসদে পাস হয়।
এই তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদানের মধ্য দিয়ে ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় বাজেট আইনগত ভিত্তি পেলো। বুধবার ১ জুলাই থেকে নতুন অর্থবছরের এই বাজেট কার্যকর হবে।
Developed by: Engineer BD Network