ঢাকাবুধবার , ১ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ডাক্তারসহ ৫৪ জন করোনায় আক্রান্ত ॥ মোট শনাক্ত ৭৯৪ জন

দৈনিক গণবার্তা
জুলাই ১, ২০২০ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর থেকে : মাদারীপুরে গত ২৪ ঘন্টায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর একজন ডাক্তারসহ নতুন আরো ৫৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯, রাজৈরে ১২, কালকিনিতে ১৩ এবং শিবচর উপজেলায় ১০ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৯৪ জনে। মঙ্গলবার ৫ জনসহ জেলায় সুস্থ হয়েছেন ২৯১ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। তবে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই। মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে, সদর উপজেলায় ২৭২, রাজৈরে ২৪৩, কালকিনিতে ১৪৫ এবং শিবচর উপজেলায় ১২৩ জন। জেলা থেকে এ পর্যন্ত ৫ হাজার ৭৩২ টি নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৫ হাজার ৪৩৮ টির এবং ২৪ ঘন্টায় কোনো নমুনা প্রেরণ করা হয়নি। মঙ্গলবার দুপুরে ৩৬২ টি নমুনা পরীক্ষার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে (২৩,২৪,২৫ ও ২৬ জুন সংগ্রহকৃত)। এর মধ্যে ৫৪ জনের পজেটিভ আর বাকীগুলো নেগেটিভ রিপোর্ট এসেছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত ৭৯৪ জনের মধ্যে সুস্থ্য ২৯১ জন বাদে বাকী ৪৯২ জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।