ঢাকাবুধবার , ১ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭৭৫

দৈনিক গণবার্তা
জুলাই ১, ২০২০ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৮৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৭৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জনে। বুধবার ০১ জুলাই মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন। সারা দেশ ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। ৬৯টি ল্যাবে আগের ও নতুন করে সংগ্রহ করা নমুনা থেকে ১৭ হাজার ৮৭৫টি পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি নমুনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।