ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুর পৌরসভায় ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

দৈনিক গণবার্তা
জুন ৩০, ২০২০ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৩০ জুন বিকালে পৌরসভা হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ। বাজেটে আগামী ২০২০-২১ অর্থ বছরের জন্য ৭৫ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৪৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেট ঘোষণায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শ্রী অংকন কর্মকার,জাকিউল ইসলাম বুলবুলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ।

বাজেট ঘোষণায় পৌর মেয়র আব্দুল কাদের সেখ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলা সহ ২০২০-২০২১ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। তাই পৌরসভার সকল নাগরিকদের কে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।