গণবার্তা রিপোর্ট: পঞ্চগড়ে ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মির্জাপুর শাখার উদ্যোগে আটোয়ারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে দরিদ্র শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকার্স ক্লাবের রংপুর বিভাগের সহ-সভাপতি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় ব্যবস্থাপক বাবর আলী।
এ সময় ব্যাংকটির ঠাকুরগাঁও জোনাল ম্যানেজার জিয়াউদ্দিন আকবর, পঞ্চগড় জোনাল ম্যানেজার মো. তৌহিদুল কবীর, মির্জাপুর শাখার ম্যানেজার আবু জাফর মো. সালাম সহ কয়েকটি ব্যাংকের স্থানীয় শাখার ম্যানেজাররা উপস্থিত ছিল।