ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের শাখা উদ্বোধন

দৈনিক গণবার্তা
জুন ৩০, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফুল হক তারেক : মুলাদীতে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৯১তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৮ জুন বেলা ১১ টায় মুলাদী পশ্চিম বাজার হল রোডে আল-আমিন টাওয়ারে এই এসবিএসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, ব্যাংকের মুলাদী উপ-শাখার ইনচার্জ মোঃ জমীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তরিকুল ইসলাম, ডিএমডি কামাল উদ্দিন, হেডস অব ব্যাংকস শফিউল আজম, মেহেন্দীগঞ্জ শাখা প্রধান মোঃ আব্দুল হইি বাপ্পী, ভান্ডারিয়া শাখা প্রধান তানভীন আহম্মেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।