আরিফুল হক তারেক : মুলাদীতে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৯১তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৮ জুন বেলা ১১ টায় মুলাদী পশ্চিম বাজার হল রোডে আল-আমিন টাওয়ারে এই এসবিএসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, ব্যাংকের মুলাদী উপ-শাখার ইনচার্জ মোঃ জমীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তরিকুল ইসলাম, ডিএমডি কামাল উদ্দিন, হেডস অব ব্যাংকস শফিউল আজম, মেহেন্দীগঞ্জ শাখা প্রধান মোঃ আব্দুল হইি বাপ্পী, ভান্ডারিয়া শাখা প্রধান তানভীন আহম্মেদ প্রমুখ।