ঢাকাসোমবার , ২৯ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে  অতিবৃষ্টিতে পাট নিয়ে বিপাকে কৃষকরা

দৈনিক গণবার্তা
জুন ২৯, ২০২০ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী উপজেলার এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ করেছে কুমারখালী উপজেলার কৃষকরা। গত বছর ভালো দাম পাওয়ায় এবার ও’ সোনালী আঁশ পাট চাষের দিকে  ঝুকেছিল কৃষক রা। কিন্তু  বর্ষা মৌসুম শুরুর আগে থেকেই অতিরিক্ত বৃষ্টির কারণে পাটের জমিতে পানি জুমে পাট বড় হতে পারছেনা। সেই সঙ্গে পাটের পরিচর্যা না করাতে পারায় পাটের ফলন নিয়ে সংকিত  পাট চাষিরা। কুমারখালী উওর ভবানীপুরের গ্রামের কৃষক আসলাম জানান আমি ২ বিঘা জমিতে পাটের চাষ করছিলাম কিন্তু অতিবৃষ্টিতে পাট নষ্ট হয়ে গেছে,যার কারণে ১ বিঘার পাট নষ্ট করে ধান লাগানো জন্য প্রস্তুতি নিচ্ছি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে মতে জানাযায় উপজেলার চলতি মৌসুমে মোট পাটের আবাদ হয়েছে প্রায় ৪ হাজার ৮৯০ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৬৫০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৪০ হেক্টর জমিতে বেশি পাট আবাদ করা হয়েছে। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার দাস জানান গত বছরের তুলনায় এবার ২৪০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে পাটের ফলনের লক্ষ্যমাত্রা  কিছুটা কম  হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।