ঢাকারবিবার , ৩১ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরাই

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২০ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ দেশে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরাই। ২১ থেকে ২৮ বছর বয়সী এ তরুণদের আক্রান্তের হার ২৮ শতাংশ। গত শনিবার ৩০ মে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, আক্রান্তের বয়সের বিশ্লেষণ থেকে জানা যায়, ১ থেকে ১০ বছরের মধ্যে শতকরা তিনজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে শতকরা সাতজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে শতকরা ২৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে শতকরা ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে শতকরা ১১ জন এবং ৬০ বছরের বেশি শতকরা ৭ জন আক্রান্ত হয়েছে। ২৯ মে পর্যন্ত এটা আক্রান্তের হিসাব বলে জানান নাসিমা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।