নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশর সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে যুক্তরাষ্ট্রের অনেক পদক্ষেপ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিন সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরো গভীর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোন সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বিবেচনা করছে?
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো গভীর করার জন্য আমাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং আমরা তা অব্যাহত রেখেছি। আপনি আমাকে এখানে বলতে শুনেছেন যে গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল এবং অনেক ক্ষেত্র অব্যাহত রয়েছে। বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা যেখানে আমরা বিশ্বাস করি যে সম্ভাবনা আছে। অবশ্যই এর মাধ্যমে ভূমিকা রাখা বেসরকারিদের সঙ্গে আমাদের জড়িত হওয়ার সুযোগ রয়েছে, যা সম্পর্ক আরো গভীর করার জন্যও গুরুত্বপূর্ণ বলে আমরা সত্যই বিশ্বাস করি।