গণবার্তা রিপোর্ট ॥
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জন মারা গেছেন, যা বাংলাদেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ২৪ মে সর্বোচ্চ ২৮ করোনা রোগীর মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে হয়েছে। এসময়ে সুস্থ হয়েছেন ৪০৬ জন। সুস্থ্যতার মোট সংখ্যা দাড়ালো ৯ হাজার ৭৮১ জন।
রোববার (৩১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ, ৭ জন নারী। ২৮ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের ৮ জন, খুলনার ২ জন, রাজশাহীর একজন এবং রংপুর বিভাগের ১ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।