গণবার্তা রিপোর্টার: শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি ছিলেন। সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুল করিম নাজিম, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মো. সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এসএম মঈনুদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।