জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় মাহিন্দ্র চাপায় তৈয়বালি বেপারী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার ২৯ মে দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ভাংঙ্গা ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়বালি বেপারী উপজেলার কাজিবাকাই ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, তৈয়বালি বেপারী কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে তার মেয়ের শ্বশুর বাড়ী থেকে নিজের বাড়ী যাওয়ার সময় ভাঙ্গা ব্রিজ এলাকায় বরিশালগামী দ্রুতগতির একটি মাহিন্দ্র রাস্তার মধ্যে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ডাসার থানা ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং মাহিন্দ্র টি জব্দ করে। মাহিন্দ্র চালক ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
মস্তফাপুর হাইওয়ে ফারির ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং ঘাতক মাহিন্দটি জব্দ করেছি কিন্তু চালক পলাতক রয়েছে।