ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আলোকিত মুলাদীর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

দৈনিক গণবার্তা
জুন ২৬, ২০২০ ৭:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফুল হক তারেক ॥ মুলাদীতে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদী। সংগঠনের প্রধান উপদেষ্টা ও কেন্দ্রিয় যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদারের সার্বিক দিকনির্দেশণা ও অর্থায়নে ২৬ জুন শুক্রবার সকাল ৯টা থেকে দিন ব্যাপী এ কর্মসূচি পালিত হয়। আলোকিত মুলাদীর নেতাকর্মীরা মুলাদী উপজেলার থানা কমপ্লেক্স, আলোকিত মুলাদীর কার্যালয়, মুলাদী পশ্চিম তেরচর রাস্তার মাথাসহ বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপন করেন। এছাড়া আলোকিত মুলাদীর সদস্যসহ শতাধিক মানুষের মাছে গাছের চাড়া বিতরণ করেন মিজানুর রহমান হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, ড. ডা. মোশাররফ হোসাইন ঝিলু, আলোকিত মুলাদীর উপজেলা আহ্বায়ক দিদারুল আহসান খান, যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ কাজল, গোলাম মোস্তফা, মাস্টার কে.এম মজিবুর রহমান, সদস্য সচিব মহিউদ্দীন আহমেদ জুয়েল, মাস্টার মো. এনামুল হকসহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।