
প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত ২ যুবকের মৃতদেহ উদ্ধার,পরিচয় এখনো শনাক্ত হয়নি

মোস্তফিজার রহমান, দিনাজপুর: দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় কাকড়া নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২ জানুয়ারি সকাল ১১ টায় চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজ সংলগ্ন বানিয়াখারী এলাকায় কাকড়া নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি আনুমানিক বয়স ৩০ বছর তবে তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে সর্বশেষ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: আব্দুল হালিম। লক্ষীতলা থেকে পাঁচবারি পর্যন্ত আত্রাই নদীর দু'ধারে মানুষজনকে এ বিষয়ে অবগত করা হয়েছে তারা কোন তথ্য পেলে সাথে সাথে জানানোর জন্য। পঞ্চগড় ঠাকুরগাঁ হয়ে আত্রাই নদীতে ভেসে আসছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তিনি বলেন জেলা উপজেলার প্রতিনিধি সহ সোশ্যাল মিডিয়া যে একাউন্ট আছে সেখানেও অবগত করা হয়েছে এবং তথ্য চাওয়া হয়েছে। মৃত দেহ দুটি আনুমানিক তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ দুটির প্রাথমিক সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দুটির পরনে জ্যাকেট মাফলার ও টুপি ছিল।
চিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।
Copyright © 2026 দৈনিক গণবার্তা. All rights reserved.